• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন বছরে নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি মাহমুদউল্লাহ


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ২৮, ২০১৭, ০৫:৪৭ পিএম
নতুন বছরে নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি মাহমুদউল্লাহ

ফাইল ছবি

ঢাকা: নতুন বছরে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বছরের শুরুটা হবে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ দিয়ে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরইমধ্যে ৩২ জনের বাংলাদেশ প্রাথমিক দলের ক্যাম্প শুরু হয়েছে।

ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি সিরিজ কোচ ছাড়াই খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্যকে সামনে রেখে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) মাহমুদউল্লাহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নতুন বছরে নতুন চ্যালেঞ্জ নিতে তৈরি বাংলাদেশ, ‘নতুন বছর নতুন চ্যালেঞ্জ। আমরা সবাই অনুশীলন শুরু করেছি। যে যার মতো কাজ করছে। কোচিং স্টাফরা যারা আছেন তারা সবাইকে বলেছে, এই সিরিজটা আমাদের জন্য কতটা গুরুত্বের। তাই শুরুটা ভাল হওয়া দরকার।’

সম্প্রতি ভারত সফরে গিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হেরেছে শ্রীলঙ্কা। তারপরও দ্বীপরাষ্ট্রটিকে খাটো করে দেখছেন না মাহমুদউল্লাহ। তাঁর ভাষায়, ‘হোম কন্ডিশনে খেলা বাড়তি একটা পাওয়া। দেখা যায় প্রতিটি দলই হোম কন্ডিশনে ভাল করে। আমরাও হোম ন্ডিশনে ভাল করছি। মোটামুটি এটা সব দলই জানে। তবে আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে। কারণ শ্রীলঙ্কা অনেক ভাল দল। তাই আমাদের ভাল ক্রিকেট খেলাটা জরুরি।’

তিন বছর ধরে বাংলাদেশের সঙ্গে ছিলেন। সেই চন্ডিকা হাথুরুসিংহে এখন বিপক্ষ শিবিরের ডেরায়। বাংলাদেশের শক্তি ও দূর্বলতা সবই তাঁর জানা। তবে এটাকে বড় করে দেখতে চান না মাহমুদউল্লাহ, ‘সত্যি কথা বলতে আমার মনে হয় না এটা কোনও সমস্যা হতে পারে। আর এ নিয়ে আমরা চিন্তাও করছি না। পরিকল্পনামাফিক খেলতে পারলে ফলটা আমাদের দিকেই আসবে।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!