• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন ভেুন্যতে জিতলেই সিরিজ শ্রীলংকার


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৮, ২০১৭, ০৮:৪৪ পিএম
নতুন ভেুন্যতে জিতলেই সিরিজ শ্রীলংকার

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার নতুন একটি ভেন্যুর অভিষেক হতে চলেছে। জেলংয়ের কারদিনিয়া পার্ক অস্ট্রেলিয়া-শ্রীলংকার মধ্যেকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মেলবোর্নে প্রথম ম্যাচটি ৫ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে শ্রীলংকা।

ম্যাচটি উপুল থারাঙ্গার দল জিতে নেয় একেবারে শেষ ওভারে গিয়ে। সিরিজ বাঁচাতে অস্ট্রেলিয়াকে তাই দ্বিতীয় ম্যাচটি জিততেই হবে। রোববার বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বেলা ২.২০ মিনিটে।

জেলংয়ের ম্যাচ দিয়ে জয়ে ফিরতে চায় অস্ট্রেলিয়া। মেলবোর্নের ভুল থেকে শিখে সেটা কাজে লাগাতে চাইছেন মাইকেল কিলিঙ্গার,‘ওরা দক্ষিণ আফ্রিকা থেকে ওয়ানডে খেলার তরতাজা অভিজ্ঞতা নিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছে। আমরা সেভাবে সীমিত ওভারের ক্রিকেটে ছিলাম না। এ কারণে সংক্ষিপ্ত ফরম্যাটে মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে। অবশ্য এটা কোন অজুহাত হতে পারে না। আমরা জেলংয়ের ম্যাচ দিয়ে জয়ে ফিরতে চাই।’

অস্ট্রেলিয়ার জয় পাওয়াটা সহজ হবে না। প্রথম ম্যাচ জেতায় টগবগ করে ফুটছে লংকানরা। তারওপর অসিরা জাতীয় দলের সব খেলোয়াড়কে একসঙ্গে পাচ্ছে না। তাদের আসল জাতীয় দল এই মুহূর্তে ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে। তাই অস্ট্রেলিয়ার এই দলটি কিছুটা হলেও খর্বশক্তির। সে কারণেই থারাঙ্গাও চোখ রাখছেন ট্রফির দিকে। দ্বিতীয় ম্যাচে সেটা হয়ে গেলে ২২ ফেব্রুয়ারির অ্যাডিলেডের ম্যাচটি হবে তখন স্রেফ আনুষ্ঠানিকতার।

লংকান অধিনায়ক বলছেন,‘ নতুন ভেুন্যতে কোনও দলেরই বাড়তি সুবিধা থাকবে না। আমরা সুযোগটা নিতে চাই। জানি লড়াইটা সহজ হবে না। ওরা ঠিকই ঘুরে দাঁড়াতে চাইবে।’


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!