• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নতুন মাইলফলকের সামনে মুশফিক


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৮, ২০১৭, ০৮:১০ পিএম
নতুন মাইলফলকের সামনে মুশফিক

ঢাকা: দেশের ক্রিকেটের ইতিহাসে এক উজ্জল নক্ষত্রের নাম মুশফিকুর রহীম। নিজের যোগ্যতা ও প্রতিভার প্রমাণ দিয়ে নিজেকে একজন নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরিও করেছেন তিনি। আরো দু’টি মাইলফলকের সামনে দাঁড়িয়ে টাইগারদের টেস্ট অধিনায়ক।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলতে নামছে টাইগাররা। এমন টেস্টের আগে দু’টি মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।

টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫১টি ম্যাচ খেলেছেন মুশফিকুর। উইকেটরক্ষক হিসেবে ৮১টি ক্যাচ ও ১১টি স্ট্যাম্পিং করেছেন তিনি। অর্থাৎ উইকেটের পেছনে তার ডিসমিসালের মোট সংখ্যা ৯২টি। হায়দ্রাবাদ টেস্টে আরও ৮টি ডিসমিসাল করতে পারলেই প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে একশ’ ডিসমিসালের মালিক হবেন তিনি।

এ ছাড়া ব্যাট হাতেও মাইলফলক স্পর্শ করার সুযোগ থাকছে মুশফিকুরের। ৫১ টেস্টের ৯৪ ইনিংসে ২৯২২ রান করেছেন তিনি। আরো ৭৮ রান করতে পারলেই চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্ট ফরম্যাটে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। বাংলাদেশের হয়ে ৩ হাজার রানের মাইলফলক ইতোমধ্যে স্পর্শ করেছেন হাবিবুল বাশার, তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!