• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুনভাবে পুরনো দায়িত্ব পেয়ে কী বললেন সাকিব


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১১, ২০১৭, ০৯:১৩ পিএম
নতুনভাবে পুরনো দায়িত্ব পেয়ে কী বললেন সাকিব

ঢাকা: ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিরায়ক মাশরাফি হাঁটুর ইনজুরিতে পড়ে সিরিজ থেকে ছিটকে পড়লে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পান সাকিব আল হাসান। দুই বছর পর সেই দায়িত্ব মুশফিকুর রহীমের হাতে তুলে দেন। ২০১৭ সালের শেষ প্রান্তে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব কাঁধে তুলে নেন বিশ্বসেরা এই  অলরাউন্ডার।

ক্যারিয়ারে দ্বিতীয়বার টেস্ট দলের দায়িত্ব পাওয়ার পর সোমবার (১১ ডিসেম্বর) এক প্রতিক্রিয়া সাকিব বলেন, ‘আমার কাছে উপভোগের চেয়ে দায়িত্বটাই বেশি মনে হয়, এটা দায়িত্ব। দায়িত্বটি অবশ্যই যথাযথভাবে পালনের চেষ্টা করবো।’

নতুনভাবে পুরনো দায়িত্ব পেয়ে সাকিব বলেন, ‘নতুন দায়িত্ব। টেস্টে গত কিছুদিন আমরা ভালোই করেছি। শ্রীলঙ্কার সঙ্গে জিতলাম, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সঙ্গে জিতলাম এখানে। এই জায়গা থেকে কতটা ভালো করা যায়, সেই চেষ্টাই থাকবে।’

আগেরবারের অধিনাকত্বের অভিজ্ঞতা জানতে চাওয়া হলে সাকিব বলেন, ‘আমারতো ওটাই মনে নাই, কি হয়েছিল?’

টেস্ট অধিনায়কত্বের চ্যালেঞ্জকে কিভাবে দেখছেন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জানি না তো, এখন আপাতত বিপিএল চ্যালেঞ্জ নিয়ে আছি। বিপিএল শেষ হোক, জাতীয় দলের ক্যাম্প শুরু হলে দেখা যাবে কি কি চ্যালেঞ্জ আছে। যখন পরিকল্পনা করা হবে, তখন বোঝা যাবে। প্রতিটি টুর্নামেন্ট বা সিরিজই কঠিন। সেটা দেশে হোক বা বাইরে। হয়তো আমরা দেশে একটু স্বস্তি বোধ করি। বিদেশে যেহেতু সাফল্য নেই, সেহেতু আমাদের জন্য কঠিন হয়ে যায়। একই সঙ্গে এটাও সুযোগ ভালো কিছু করার। কোনো না কোনো কিছু তো কেউ না কেউ শুরু করবে। যদি শুরু হয়, তাহলে খারাপ কী! যদিও কাজটা কঠিন। কিন্তু আমাদের যে দল আছে, আমরা যেভাবে খেলছি, অনেক কিছু করা সম্ভব।’

আগেরবারের নেতৃত্বে একাই বেশকিছু ম্যাচ পারফর্ম করেছেন সাকিব। এবারো কি তাই হবে? নাকি দলে অনেক পারফরমার থাকতে অধিনায়কের কাজটা সহজ হবে? এমন প্রশ্নে সাকিব বলেন, ‘এবার কাজটা সহজ হবে। এখন বেশির ভাগ ক্রিকেটাররাই প্রায় সবসময় পারফর্ম করছে। দলের সবাই যখন পারফর্ম করে, অধিনায়কের ও রকম কোনো কাজই থাকবে না। আশা করি সবাই মিলে ভালো করবে। সবাই মিলে ভালো করলেই দল ভালো করবে।’

এবার সাকিবের ডেপুটি হিসেবে কাজ করবেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে ডেপুটি পেয়ে উচ্ছ্বসিত সাকিব বলেন, ‘আমরা বেশ কয়েকজনই আছি, যারা দলের নেতা। যে কোনো সিদ্ধান্তই আমরা একসঙ্গে মিলে নেই। কেউ অধিনায়ক থাক বা না থাক, সেটা ব্যাপার নয় যখন আমরা মাঠে খেলতে নামি। সবার সাহায্যই দরকার হবে। আর রিয়াদ ভাইতো কয়েক বছর ধরেই বিপিএলে ভালো অধিনায়কত্ব করছে। নেতৃত্ব গুণ ওনার ভেতর অনেক আগে থেকেই আছে। আমার কাছে মনে হয়, আমার জন্য কাজটি সহজ হবে।’

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে অধিরায়ক মাশরাফি হাঁটুর ইনজুরিতে পড়ে সিরিজ থেকে ছিটকে পড়লে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সাকিব। পরবর্তীতে ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে টেস্ট অধিনায়কের দায়িত্ব পান সাকিব। ২০১১ সাল পর্যন্ত অধিনায়কত্ব করেন তিনি। এ সময় তার নেতৃত্বে ৯ ম্যাচে ১ জয় ৮ হারের স্বাদ পায় বাংলাদেশ।

২০১১ সালের পর আবারো বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব পেলেন সাকিব। মুশফিকুর রহিমকে সরিয়ে সাকিবের হাতেই এই দায়িত্ব তুলে দেয় বিসিবি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!