• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুনভাবে বাজারে ফিরছে নোকিয়া


বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক আগস্ট ১৯, ২০১৬, ০৬:৪৫ পিএম
নতুনভাবে বাজারে ফিরছে নোকিয়া

একসময় মোবাইল ফোনের জগতে সারাবিশ্বে একছত্র অধিকার নোকিয়ার। কিন্ত অ্যাপেল ও স্যামসাং বাজারে আসার পর থেকে নিজেদের সেই স্থান হারাতে থাকে মোবাইল প্রস্তুতকারী এই সংস্থা। একসময় অবস্থা এতোটাই খারাপ হয়ে যায় যে ২০১৪ সালে ফোনের ব্যবসার দায়িত্ব দিতে হয় মাইক্রোসফটকে। তবে এবার ফের নিজেদের হারানো জমি খুঁজে পেতে উঠে পড়ে লেগেছে নোকিয়া। শোনা গেছে তারা বাজারে আনতে চলেছে তাদের নিজস্ব আন্ড্রয়েড স্মার্টফোন ও ট্যাবলেট।

ফোনের বাজারে নতুন করে পা রাখতে চলেছে নোকিয়া। সংস্থার সূত্রে জানা গেছে এবছরের শেষের দিকেই বাজারে আসবে তাদের আন্ড্রয়েড স্মার্টফোন ও ট্যাবলেট। এক চীনা সংবাদপত্রের খবর অনুযায়ী চীনে নোকিয়ার প্রধান জানিয়েছেন এই বছরের একদম শেষের দিকে বাজারে চলে আসবে মকিয়ার এই নতুন ডিভাইসগুলি। ২০১৬-র শেষ অবধি নোকিয়ার সঙ্গে মাইক্রোসফটের চুক্তি রয়েছে। সেই চুক্তি শেষ হলেই তাদের নতুন ডিভাইস বাজারে আনবে নোকিয়া। তবে এই নতুন ফোন বা ট্যাবলেটগুলি তৈরি হবে না পুরনো ফ্যাক্টরিতে। সম্পূর্ণ নতুন জায়গায় তৈরি হবে এই ডিভাইসগুলি। ফোন তৈরি করার দায়িত্ব পেয়েছে এইচএমডি গ্লোবাল বলে একটি সংস্থা। বছরের গোড়াতে আগামী ১০ বছরের জন্য এই সংস্থাই নোকিয়ার ফোন তৈরি করার দায়িত্ব পেয়েছে। সূত্র: কলকাতা

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!