• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নদী দূষণরোধে সবাইকে এগিয়ে আসতে হবে


মাদারীপুর প্রতিনিধি ডিসেম্বর ১১, ২০১৬, ০৯:১০ পিএম
নদী দূষণরোধে সবাইকে এগিয়ে আসতে হবে

মাদারীপুর: নদী দূষণরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, নদী দূষণরোধ শুধু সরকারের দায়িত্বই নয়, সকলকেই এ দূষণরোধে এগিয়ে আসতে হবে।রোববার (১১ ডিসেম্বর) বিকেলে মাদারীপুর সদরের পাঁচখোলা ইউনিয়েনের পাকা মসজিদ এলাকায় বিআইডব্লিউ’র তত্ত্বাবধানে ৫ কোটি টাকা ব্যয়ে ওয়াকওয়ে নির্মানের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘শিল্প প্রতিষ্ঠানের রাসয়নিক পদার্থ নদীতে ফেললে নদী দূষিত হয়। নদীকে আমরা মনে করি এটা একটি ড্রেন। তাই যে যার মত করে ময়লা ফেলে দূষণ করি। তাই নদীতে রক্ষা করতে সকলকে সচেতন হতে হবে’।

শাজাহান খান আরো বলেন, ‘বিআইডব্লিউ’র উদ্দ্যোগে অ্যাওয়ার্ডনেচ প্রোগ্রাম করা হয়েছে, তার মাধ্যমে জনগণ সচেতন হবে। পাশাপাশি সকলের মনে রাখতে হবে নদী হল সবার প্রাণ। তাকে কখনই দুষণ করা যাবে না।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনছার উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানসহ অন্যরা।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!