• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নদীতে ভাসলো দেশের প্রথম সৌরচালিত নৌকা


ফাইজার চৌধুরী, জেলা প্রতিনিধি মার্চ ৫, ২০১৭, ০৪:০৬ পিএম
নদীতে ভাসলো দেশের প্রথম সৌরচালিত নৌকা

চুয়াডাঙ্গা: নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে দেশে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে চুয়াডাঙ্গায়। দেশের প্রথম সৌরচালিত নৌকা ভাসানো হলো নদীতে। রোববার (৫ মার্চ) চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীতে পরীক্ষামূলকভাবে ওই নৌকা ভাসানো হয়। এ নৌকা দেখতে ভিড় করেন অনেক মানুষ।

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়ায় অবস্থিত সোলার ই-টেকনোলজির তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে সৌরচালিত এই নৌকা।

নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী আহমেদুল কবীর উপল সোনালীনিউজকে জানান, কম খরচে সৌরশক্তি ব্যবহার করে তারা পাঁচটি নৌকা নির্মাণ করেছেন। এসব নৌকার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭৮ লাখ টাকা।

উপল আরো জানান, প্রচলিত শ্যালো ইঞ্জিনচালিত নৌকা পরিবেশ ও নদীর ভয়াবহ দূষণ করে। সৌর নৌকা পরিবেশ বান্ধব। সরকার চাইলে এ প্রকল্প আরও বড় আকারে বাস্তবায়ন করা সম্ভব।

ইউএনডিপির অর্থায়নে বাংলাদেশ সরকারের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের অংশ হিসেবে দেশে প্রথমবারের এই নৌকা তৈরি করা হয়েছে বলে জানালেন পরিচালক ( নবায়নযোগ্য জ্বালানি ) শেখ রিয়াজ আহমেদ।

নৌকা ভাসানো অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প স্রেডা, ঢাকার ব্যবস্থাপক মো. তৈয়বুর রহমান, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, শাহ আলম সনি প্রমুখ।

সোনালীনিউজডটকম

Wordbridge School
Link copied!