• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ব্যাংকগুলোকে নির্দেশ


নিজস্ব প্রতিবদক অক্টোবর ১৭, ২০১৮, ০২:২৮ পিএম
নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ব্যাংকগুলোকে নির্দেশ

ঢাকা : শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় নদীভাঙনে হাজার গাজার পরিবার  ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের পাশে দাঁড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বরে জানা গেছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি পদ্মা নদীভাঙনে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় প্রায় কয়েক হাজার বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই এলাকার ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী সীমাহীন দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে।

এ অবস্থায় করপোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার জনগোষ্ঠীকে সহায়তা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হলো।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!