• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে টেঁটা নিয়ে সংঘর্ষে নিহত ৪


নরসিংদী প্রতিনিধি নভেম্বর ১৪, ২০১৬, ০৪:৩০ পিএম
নরসিংদীতে টেঁটা নিয়ে সংঘর্ষে নিহত ৪

নরসিংদী: রায়পুরায় দু’দল গ্রামবাসীর মধ্যে টেঁটা নিয়ে সংঘর্ষে নিহত হয়েছে ৪ জন। আহত হয়েছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), তিন এসআই ও দুই কনস্টেবলসহ অন্তত ৩০ জন।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে জেলার রায়পুরা উপজেলার নিলক্ষায় টেঁটা নিয়ে এ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- রায়পুরর মোমেন মিয়া, মানিক মিয়া ও খোকন সরকার।

বিষয়টি নিশ্চিত করে নরসিংদী পুলিশ সুপার জানান, ত্রিমুখি সংঘর্ষে নিহতের ঘটনা ঘটেনি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। সেখান থেকে আটক করা হয়েছে ১৩ জনকে।

পুলিশ ও এলকাবাসী জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক ও বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গ্রামবাসী টেঁটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এসময় তিনজন নিহত হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। এসময় পুলিশ ও গ্রামবাসীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে আহত হন রায়পুরার ওসি, তিন এসআই ও দুই কনস্টেবলসহ অন্তত ৩০ জন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!