• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নরসিংদীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১০


নরসিংদী প্রতিনিধি মে ৩০, ২০১৬, ১১:০০ পিএম
নরসিংদীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১০

জেলার সদর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় ১০ জন আহত হয়েছেন। এসময় ৪১টি বসঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ মে) দুপুরে করিমপুর ইউপির পঞ্চবটি গ্রামে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোট না দেয়ার অভিযোগে পরাজিত প্রার্থী নরুল ইসলামের সমর্থকরা হামলা চালিয়ে প্রতিপক্ষের ৪১টি বাড়ি ঘরে ভাঙচুর ও লুটপাট করে। হামলায়  ধারালো অস্ত্রের আঘাতে ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নরসিংদী হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় ৩০ লাখ টাকার মালামাল লুটপাট বলে দাবি স্থানীয়দের। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দফায় দফায় সংঘর্ষের চেষ্টা হয়।

সংবাদ পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!