• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

না ফেরার দেশে অভিনেত্রী শ্রীদেবী


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৫, ২০১৮, ১০:৩৭ এএম
না ফেরার দেশে অভিনেত্রী শ্রীদেবী

ঢাকা: না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন অভিনেত্রী শ্রীদেবী কাপুর। 

দুবাইয়ে পারিবারিক একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেয়ার সময় শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর।

চারবছর বয়স থেকে অভিনয় শুরু করেন শ্রীদেবী। তামিল, তেলেগু, মালায়লাম, কান্নাডা আর হিন্দি ভাষার চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।

বলিউডের হাতেগোনা কয়েকজন অভিনেত্রীর একজন বলে তাকে মনে করা হতো, যারা নায়ক সহকর্মীর সহায়তা ছাড়াই ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিতে পারতেন।

মৃত্যুর সময় তার স্বামী বনি কাপুর আর মেয়ে খুশী তার সঙ্গে ছিলেন বলে জানা যাচ্ছে।

২০১৩ সালে তাকে পদ্ম শ্রী সম্মাননা প্রদান করে ভারতের সরকার।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!