• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

না ফেরার দেশে প্রকৃতি গবেষক দ্বিজেন শর্মা


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৫, ২০১৭, ১১:০১ এএম
না ফেরার দেশে প্রকৃতি গবেষক দ্বিজেন শর্মা

ঢাকা: লেখক ও প্রখ্যাত প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা আর নেই। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গত ২৩ আগস্ট দ্বিজেন শর্মাকে বারডেমের আইসিইউতে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতে সেখান থেকে তাকে স্কয়ারের আইসিইউতে নেয়া হয়।

এই তথ্য নিশ্চিত দ্বিজেন শর্মার স্ত্রী দেবী শর্মা জানান, তাদের মেয়েসহ আত্মীয়-স্বজনরা দেশে ফিরলে শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

দ্বিজেন শর্মা ১৯২৯ সালের ২৯ মে সিলেট বিভাগের বড়লেখা থানার শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতা সিটি কলেজ থেকে স্নাতক অর্জনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর করেন।

বাংলা একাডেমি, একুশে পদকসহ বিভিন্ন জাতীয় সম্মাননায় ভূষিত হয়েছেন এই 'নিসর্গসখা'।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!