• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাইকোর হাইকোর্টের রায়ে শুনানি ১১ জানুয়ারি


আদালত প্রতিবেদক ডিসেম্বর ৭, ২০১৭, ১১:৪৪ এএম
নাইকোর হাইকোর্টের রায়ে শুনানি ১১ জানুয়ারি

ঢাকা: কানাডাভিত্তিক বহুজাতিক কোম্পানি নাইকোর সঙ্গে গ্যাস উত্তোলন ও সরবরাহের চুক্তি অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে নাইকো বাংলাদেশের আবেদনের শুনানি আগামী ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

গত ২৪ আগস্ট এক রিট আবেদনের শুনানি নিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাপেক্সের সঙ্গে ২০০৩ সালের করা সব চুক্তি স্থগিত করে রায় দেন হাইকোর্ট।

একই সঙ্গে দুই চুক্তির অধীনে থাকা সম্পত্তি জব্দের পাশাপাশি নাইকো বাংলাদেশের সম্পত্তি ও ব্লক ৯ এর সম্পত্তিও জব্দের নির্দেশ দেয়া হয়। ওই রায়ে আরো উল্লেখ করা হয়, সিলেটের ছাতকে গ্যাসকূপের বিস্ফোরণে ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত নাইকোকে কোনো ধরনের মূল্য পরিশোধ করা যাবে না।

আদালতে নাইকোর পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। এর আগে শুনানি আরো দুই দফা মুলতবি করা হয়েছিল। নাইকো সংক্রান্ত ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন আদালতে বাপেক্স ও পেট্রোবাংলার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মঈন গনি।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!