• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘নাকাব’ হাউজফুল!


বিনোদন প্রতিবেদক অক্টোবর ১, ২০১৮, ০২:০১ পিএম
‘নাকাব’ হাউজফুল!

শাকিব খান

ঢাকা:  নাকাব’-এ মাতোয়ারা দর্শক, সিনেমা হল ‘হাউজফুল’! সম্প্রতি সারাদেশে ১১৫টি হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘নাকাব’। দুই বাংলায় যেখানেই হোক যদি সিনেমার নায়ক হন  সুপারস্টার শাকিব খান। গত এক যুগ ধরে এই সূত্রেই চলছে ঢাকাই সিনেমার বাজার। শাকিব অভিনীত ছবি মুক্তি পেয়েছে,আর সিনেমা হলের সামনে দর্শকের ভিড় জমেনি, এমন দৃশ্য যেন অমাবস্যার চাঁদ! হল মালিকদের চোখে-মুখে হাসি কিংবা প্রযোজকদের লগ্নি ফেরত আসা, সব কিছুর মূলেই আছেন শাকিব খান।

মাঝেমধ্যেই নিন্দুকদের বলতে শোনা যায়, শাকিবের দিন শেষ! কিন্তু শাকিব যে ফুরিয়ে যাওয়ার মতো নায়ক নন, সেটাই প্রমাণ করেন প্রত্যেকটি সিনেমা দিয়ে। আর সর্বশেষ ‘নাকাব’ দিয়ে আবারো প্রমাণ করলেন সিনেমা হলের প্রাণ ধরে রাখতে তথা দর্শককে সিনেমা হলে আনতে শাকিবের বিকল্প নেই।

গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দেশব্যাপী ১১৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব অভিনীত ছবি ‘নাকাব’। আর মুক্তির পরই যেন হলগুলোতে দর্শকের ঢল নেমেছে। লম্বা লাইনে দাঁড়িয়ে শাকিব ভক্তরা টিকেট কেটে ছবি দেখছেন। আর হল মালিকরা গেটের সামনে টাঙিয়ে দিচ্ছেন ‘হাউজফুল’ সাইনবোর্ড।

নাকাব’ ছবিটি কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ছবি। সাধারণত কলকাতার ছবি বাংলাদেশে ব্যবসা করতে পারে না। বড় বড় তারকার পাশাপাশি আধুনিক নির্মাণও এখানকার দর্শক টানতে ব্যর্থ হয়। কিন্তু শাকিব খান অভিনীত কলকাতার সবগুলো ছবিই ব্যবসাসফল হয়েছে। এর কারণ একটাই, শাকিব খান। একমাত্র তার জন্যই দর্শকরা হলে ছুটে যান।

শুধু তাই নয়, ‘নাকাব’ নিয়ে দর্শকের উন্মাদনা এমন পর্যায়ে পৌঁছেছে যে, ছবিটির প্রচারণা করছেন দর্শকরাই। দেশের বিভিন্ন জায়গায় শাকিব ভক্তরা ‘নাকাব’-এর পোস্টার, ব্যানার টাঙিয়ে প্রচারণা চালাচ্ছেন। এমনকি রাস্তায় নেমে মিছিলও করছেন অনেকে। এমন দৃশ্য ঢাকাই সিনেমার নায়কদের বেলায় তো দূরে থাক, টালিউডেও দেখা যায় না খুব একটা।

এদিকে ঢাকায় অবস্থিত হলগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, প্রত্যেকটি সিনেমা হলেই ‘নাকাব’ ভালো চলছে। এই ছবির মাধ্যমেই ঈদের পর আবারো জমে উঠেছে প্রেক্ষাগৃহগুলো। কয়েকটি হলে হাউজফুল শো’র পাশাপাশি সব হলের প্রত্যেক শো’তে সিংহভাগ দর্শক হচ্ছে বলে জানিয়েছেন হল মালিকরা।

‘নাকাব’ মুক্তির প্রথম দিন বাংলাদেশ বনাম ভারতের এশিয়া কাপের ফাইনাল খেলা ছিলো। খেলার কারণে দর্শক সিনেমা দেখতে আসেন কিনা, এটা নিয়ে সংশয়ে ছিলেন অনেকেই। তবে সব সংশয় কাটিয়ে শাকিব ভক্তরা দলে দলে ভিড় করেছেন প্রেক্ষাগৃহে। আর সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে আজও। দেশের অধিকাংশ হলেই ‘নাকাব’-এর জন্য বিপুল পরিমাণ দর্শকের সমাগম হচ্ছে বলে জানা গেছে।

‘নাকাব’ পরিচালনা করেছেন রাজিব বিশ্বাস। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দুই জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন রুদ্রনীল ঘোষ। ‘নাকাব’ বাংলাদেশে পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।


সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!