• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাজমুল হক নজীর-এর কবিতাদ্বয়


সাহিত্য সংস্কৃতি ডেস্ক আগস্ট ২৭, ২০১৬, ০৬:৫৪ পিএম
নাজমুল হক নজীর-এর কবিতাদ্বয়

সাইনবোর্ড

আমাদের উলঙ্গ শরীর কাঁথার মতো জড়িয়ে রেখেছে
একখানা সাইনবোর্ড
সভ্যতার মৈত্রিসভায় তার নাম গাজী খোরশেদুজ্জামান
তার নাম শিব প্রসাদ রায়- তার নাম উপেন্দ্রনাথ সাহা
তার নাম ক্ষেমদ কুমার মজুমদার।

জীবন পাল সাইনবোর্ড লিখেও তা জানতে পারেনি
আমি কবিতা বাণিজ্য করেও তা বুঝতে পারিনি
শেখ আফসারের ভাষণেও তা চিনতে পারেনি
আগামীকাল কুশপুত্তলিকা দাহ হলে সদর রাস্তায়
বধির হলে সমস্ত জন্ম সংবাদ
আমরা কি দিতে পারি বিসর্জন।

অথচ আমাদের মৈত্রীসভার সাইনবোর্ড
পানের পিক সিগারেটের ছাই-ভস্ম এমন অস্পষ্ট যে
কিছুতেই চেনা গেলো না, কিছুতেই বোঝা গেল না
তার নাম গাজী খোরশেদুজ্জামান
তার নাম শিব প্রসাদ রায়।

সাক্ষাৎকার

শেষবারের মতো যখন তার কাছে যাই
ভাঙা ভাঙা স্বপ্নে কেবলি বির্বণ মুখে,
সে আমাকে শুধু ভুল নামে ডাকে
আমি যেন ছায়া তার না মাড়াই।

যেমন নদী ভুলে যায় ভাদ্রের কথা
শ্রাবণ সন্ধ্যায় মুছে যায় কোলাহল,
মেঘ তার তর্জন গর্জন কিম্বা জল
যেমন ভূমিতে জমে থাকে কতো কথা।

তবু বলি তারে শুনাই প্রিয় সংলাপ
প্রিয়তমা ধান-দূর্বা তুলে দুই হাতে,
বরণে বরণে খড়কুটো তুলে দাঁতে
ফেব্রুয়ারির মতো ফোটাও গোলাপ। 

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!