• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরে চাঁদা না দেয়ায় ইউপি সদস্যকে মারধর


নাটোর প্রতিনিধি অক্টোবর ৮, ২০১৬, ০৭:০৭ পিএম
নাটোরে চাঁদা না দেয়ায় ইউপি সদস্যকে মারধর

নাটোরের বাগাতিপাড়ায় চাঁদা না দেয়ায় পাঁকা ইউনিয়ন পরিষদের এক সদস্যকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

মামলার বর্ণিত অভিযোগ সূত্রে জানা যায়, পাঁকা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল হোসেন (৪৪) নিজের ওয়ার্ডে রেশন কার্ড ও ভিজিডি কার্ডের নামের তালিকা প্রণয়ন করছিলেন। এ সময় ২০ হাজার টাকা চাঁদা দাবি করে চিথলিয়া গ্রামের মহসিন আলী সরকারের ছেলে ডলার মাহমুদ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার গফুরাবাদ উচ্চ বিদ্যালয়ে এক সালিসি বৈঠক চলাকালে আবারো চাঁদা দাবি করে ডলার। চাঁদা দিতে অস্বীকার করলে ডলার ও তার সঙ্গে থাকা ছয়-সাত জনের একটি দল ইউপি সদস্য বাবুলকে মারধর করে।

এ ঘটনায় ডলার মাহমুদসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দুই-তিনজনকে অভিযুক্ত করে বাগাতিপাড়া থানায় মামলা করেন বাবুল হোসেন। এদিকে, ওই ঘটনায় মূল আসামি ডলার মাহমুদকে গতকাল শুক্রবার আটক করেছে পুলিশ। এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আটক ডলারকে আজ শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!