• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন


নাটোর প্রতিনিধি আগস্ট ৯, ২০১৬, ০৩:৩৬ পিএম
নাটোরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

নাটোরে ধর্ষণের দায়ে চন্দন কুমার (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডিত আসামি চন্দন কুমারের সম্পদ থেকে ৫০ হাজার টাকা ছয় মাসের মধ্যে আদায় করতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ওই আসামির ঔরসজাত সন্তানকে বিয়ের উপযুক্ত হওয়ার সময় পর্যন্ত ভরণপোষণ রাষ্ট্রকে বহনের নির্দেশ দেয়া হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) শাহজাহান কবির এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৭ জুন বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর এক প্রতিবেশীকে ধর্ষণ করেন চন্দন কুমার। পরে ওই নারী এক কন্যাসন্তানের মা হন। এ ঘটনায় ওই বছরের ২৩ আগস্ট ওই নারী নিজেই বাদী হয়ে বাগাতিপাড়া থানায় মামলা দায়ের করেন।

এরপরে পুলিশের এসআই হাবিবুর রহমান মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আজ মঙ্গলবার ওই মামলার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় মামলার বাদী ও আসামি উভয় পক্ষ আদালতে উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!