• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাটোরে নির্বাচনোত্তর সহিংসতা, নিহত ১


নাটোর প্রতিনিধি মে ৩০, ২০১৬, ০৬:৫০ পিএম
নাটোরে নির্বাচনোত্তর সহিংসতা, নিহত ১

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা গ্রামে নির্বাচনোত্তর সহিংসতায় সাহাবুল ইসলাম ভোলন (২৪) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত ভোলন চামটা গ্রামের আলীমুদ্দিনের ছেলে। সোমবার দুপুর ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, নির্বাচনের পর গত শনিবার রাতে জোনাইল ইউনিয়নের চামটা গ্রামে নৌকার প্রার্থী তোজাম্মেল হকের কর্মী-সমর্থকদের হামলায় বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদের কর্মী ভোলন আহত হয়। পরে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ভোলনের মৃত্যু হয়।

ভোলনের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এতে জোনাইল বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, 'এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ও যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে।'

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!