• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নাটোরে মোটাতাজা হচ্ছে ৮০ হাজার গরু


নাটোর প্রতিনিধি আগস্ট ১৫, ২০১৮, ০৬:৪৫ পিএম
নাটোরে মোটাতাজা হচ্ছে ৮০ হাজার গরু

নাটোর: কোরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ত নাটোরের খামারিরা। প্রাকৃতিক পদ্ধতিতে দেশি খাবার খাইয়ে গরু মোটাতাজা করছেন তারা। খামারিদের দাবি, এ সময়টিতে যেন ভারত থেকে গরু আমদানি না করা হয়। 

কোরবানি ঈদ সামনে রেখে গরু মোটাতাজা করতে ব্যস্ত রয়েছেন নাটোর সদর, গুরুদাসপুরসহ বিভিন্ন উপজেলার খামারিরা। চলছে সাড়ে পাঁচ হাজার খামারে গরু পরিচর্যার কাজ। গরু হৃষ্টপুষ্ট করতে খামারিরা দেশি ও প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করছেন। গমের ভুষি, চালের খুদ, খড়, কাঁচা ঘাসসহ বিভিন্ন খাবার দেয়া হচ্ছে পশুকে।

প্রাকৃতিক উপায়ে লালন পালন করায় নাটোরের গরুর চাহিদা রয়েছে দেশজুড়ে। দেশের বিভিন্ন স্থানের পাইকার ও গরু ব্যবসায়িরা এসে গরু কিনে নিয়ে যাচ্ছেন খামারগুলি থেকে।

কোরবানির জন্য নাটোরে এবার ৮০ হাজার গরু মোটাতাজা করা হচ্ছে। যার বাজার মূল্য প্রায় ছয়শ’ কোটি টাকা।

সীমান্ত পথে গরু আসা বন্ধ হলে ও সহজ শর্তে ঋণ সুবিধা পেলে খামার করা আরো সহজ হবে বলে মনে করেন খামারিরা

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!