• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘নাডায়’ পেছালো জেএসসি পরীক্ষা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৫, ২০১৬, ১০:১২ পিএম
‘নাডায়’ পেছালো জেএসসি পরীক্ষা

ঢাকা : ঘূর্ণিঝড় নাডার প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জেএসসির বরিশাল বোর্ড এবং জেডিসির রোববারের (৬ নভেম্বর) পরীক্ষা স্থগিত করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে গত দুদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

শনিবার (৫ নভেম্বর) রাতে আন্তঃশিক্ষা সমন্বয় সাব কমিটির সভাপতি অ‌ধ‌্যাপক মাহবুবুর রহমান এ তথ‌্য জানান।

তিনি বলেন, বরিশাল বোর্ডের রোববারের (৬ নভেম্বর) জেএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা আগামী ১২ নভেম্বর একই সময়ে নেয়া হবে এবং জেডিসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা নেয়া হবে আগামী ১৯ ফেব্রুয়ারি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি রোববার (৬ নভেম্বর) সকালে উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম থেকে সাতক্ষীরা পর্যন্ত উপকূলীয় জেলাগুলোতে ভারি বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

এর পরিপ্রেক্ষিতে দেশর সব সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। এরইমধ‌্যে দেশের অভ‌্যন্তরীণ নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম
 

Wordbridge School
Link copied!