• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত


শরীয়তপুর প্রতিনিধি মার্চ ৮, ২০১৭, ০৭:১১ পিএম
নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শরীয়তপুর: ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’- এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় শরীয়তপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বণার্ঢ্য একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন এনজিও ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদীজাতুন আছমার সভাপতিত্বে নারী দিবসের গুরুত্ব বিষয়ক এক আলোচনা সভা হয়।

সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জাতীয় মহিলা সংস্থা শরীয়তপুর জেলা শাখার চেয়ারম্যান এ্যাড. রওশন আরা বেগম, শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!