• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নানা আয়োজনে রথযাত্রা পালিত


বগুড়া প্রতিনিধি জুলাই ১৪, ২০১৮, ০৬:৫৬ পিএম
নানা আয়োজনে রথযাত্রা পালিত

বগুড়া: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা বগুড়ায় নানা আয়োজনে পালিত হয়েছে। জগন্নাথদেব পৃথিবীতে অবতীর্ণ হন আষাঢ়ের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথীতে।  

এ উপলক্ষ্যে শনিবার (১৪ জুলাই) দুপুরে হিন্দু ধর্মাবলম্বীররা বগুড়ার শেরপুরে জগন্নাথ মন্দির কমিটির আয়োজনে সুসজ্জিত জগন্নাথ দেবের রথ যাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রথযাত্রা উৎসবের শুভ সুচনা করেন শেরপুর পৌর মেয়র মো. আব্দুস সাত্তার।

এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম, জগন্নাথ মন্দির কমিটির সভাপতি প্রকাশ কুমার সরকার, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার, উদয় শংকর সাহা, শেরপুর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুণ্ড, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শেরপুর শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার সরকার, সাবেক কাউন্সিলর চন্দন কুমার দাশ রিংকু, জয়ন্ত চক্রবর্তী প্রমুখ।

জগন্নাথ দেবের রথটি শেরপুরের কেন্দ্রীয় মন্দির থেকে বের হয়ে হিন্দু ধর্মমতে জগন্নাথ দেবের মাসীর বাড়ি শহরের গোশাইপাড়া গুন্ডিচা মন্দিরে গিয়ে শেষ হয়। দিনব্যাপী রথযাত্রা উৎসবে মন্দির অঙ্গনে হাজার হাজার পূন্যার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

মন্দির কমিটি সূত্রে জানা গেছে, মন্দিরে আগামী ৭ দিন তথা উল্টো রথযাত্রা পর্যন্ত ধর্মীয় অনুষ্ঠানাদি, কির্ত্তন ও ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে জানিয়েছেন মন্দির কমিটির আয়োজকরা। এছাড়া রথযাত্রা উপলক্ষ্যে ডিজে হাইস্কুল খেলার মাঠে নানা রকম মিষ্টান্নের মেলা বসে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!