• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নানামুখী চ্যালেঞ্জ নিয়ে শুরু হলো নির্বাচনী অর্থবছর


বিশেষ প্রতিনিধি জুলাই ২, ২০১৮, ০২:২৪ পিএম
নানামুখী চ্যালেঞ্জ নিয়ে শুরু হলো নির্বাচনী অর্থবছর

ঢাকা : ভোটের বছরে নানামুখী চ্যলেঞ্জ নিয়ে নতুন অর্থবছর শুরু হলো আজ। বিনিয়োগ বাড়ানো, অর্থপাচার রোধ আর্থিক খাতে সুশাসন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার চ্যালেঞ্জ মোকাবেলা করে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এসব লক্ষ্য পূরণ কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

২০১৮-১৯ অর্থবছরের অন্যতম চ্যালেঞ্জ জাতীয় নির্বাচন। অতীতে বাংলাদেশের সব নির্বাচনের বছরেই বিনিয়োগ ও উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে। রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির চাপ পুরোটাই অর্থনীতির উপর আঘাত আনে। নির্বাচনের বছর অর্থপাচারের হারও বেড়ে যায়।

নতুন বাজেটে মাথাপিছু ২৯ হাজার টাকা খরচের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বাজেট বাস্তবায়নে ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা আয়ের লক্ষ্য রাখা হয়েছে। দক্ষতার অভাবে প্রতি বছরই এ লক্ষ্য অপূর্ণ থাকছে। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে গতি না থাকায় মেগা প্রকল্পের কাজ সময়মতো শেষ হচ্ছে না।

নতুন অর্থবছরে বিনিয়োগকে জিডিপির সাড়ে ৩৩ ভাগে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রবৃদ্ধির সাত দশমিক আট শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে চায় সরকার। নতুন অর্থবছরে মূল্যস্ফীতির চাপে থাকবে দেশ।

সুশাসনের অভাবে বর্তমান সরকারের পুরো দু-মেয়াদেই ব্যাংকি খাতে চলেছে অরাজকতা। ফলে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। এসব সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়ার দাবি করা হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

নতুন অর্থবছরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে একাদশ সংসদ নির্বাচন। ফলে সরকারের ঘোষিত ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট বাস্তবায়নের দায়িত্ব পড়বে পরবর্তী সরকারের। এর মাঝে কিছু দিনের জন্য থাকবে নির্বাচনকালীন সরকার। ফলে পুরো বাজেট বাস্তবায়ন নিয়ে নানা চ্যালেঞ্জ রয়েছে সরকারের।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!