• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নানির কাছে মেসি ‘বিশেষ একজন’ খেলোয়াড়


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২২, ২০১৬, ১১:৪৯ এএম
নানির কাছে মেসি ‘বিশেষ একজন’ খেলোয়াড়

সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দেওয়ার ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগে অনন্য কীর্তি গড়েছেন লিওনেল মেসি। ইউরোপ সেরার এই প্রতিযোগিতায় ঘরের মাঠে সর্বোচ্চ ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন বার্সেলোনার এই মহাতারকা। বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন নানি। ভালেন্সিয়ার পর্তুগিজ এই মিডফিল্ডারের কাছে কাতালান ক্লাবটির তারকা ফরোয়ার্ড ‘স্পেশাল’ এক খেলোয়াড়।

ভালেন্সিয়ার মাঠে লা লিগার ম্যাচটি হবে শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায়। কুঁচকির চোট কাটিয়ে মাঠে ফেরা মেসি দারুণ ছন্দে আছেন। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে একটি হ্যাটট্রিকসহ বার্সেলোনার হয়ে সবশেষ দুই ম্যাচে চার গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক।

মেসির প্রশংসা করতে গিয়ে নানি বলেন, মেসি বিশেষ একজন খেলোয়াড়। খুব কম খেলোয়াড়কেই তার সঙ্গে তুলনা করা যায়। পর্তুগালের সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদোরও প্রশংসা করেন নানি, আমরা জানি, আমাদের ক্রিস্তিয়ানোও আছে।

বার্সা-ভ্যালেন্সিয়া ম্যাচের আগে লা লিগার পয়েন্ট টেবিলে চার নম্বরে আছে মেসির ক্লাব বার্সা। আর নানির ভ্যালেন্সিয়া আছে টেবিলের ১৪তম স্থানে। শীর্ষে আছে ৮ ম্যাচে সর্বোচ্চ ১৮ পয়েন্ট পাওয়া অ্যাতলেতিকো মাদ্রিদ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আর ১৭ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে সেভিয়া। ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে বার্সা।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!