• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে ভোটারদের কাছে ফখরুল


নারায়ণগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ১০, ২০১৬, ০৫:০৯ পিএম
নারায়ণগঞ্জে ভোটারদের কাছে ফখরুল

নারায়ণগঞ্জ: বিএনপির মনোনিত প্রার্থীর পক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে গণসংযোগে নেমেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় ২০ দলীয় জোটের নেতারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন। শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তারা।

সকাল ১০টা ৫০ মিনিটে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপি মহাসচিব জোটের নেতাদের নিয়ে নারায়ণগঞ্জে পৌঁছান। এসময় কলিবাজার, পুরান কোর্ট, গলাচিপা, চাষাঢ়ার ডিপো বাজার প্রভৃতি স্থানে দুপুরের পর পর্যন্ত লিফলেট দিয়ে ভোটারদের কাছে ভোট চান। পরে চাষাড়ায় গণসংযোগের সময় ফখরুল ভোটের পরিবেশ সম্পর্কে ভোটারদের কাছে জানতে চান। ভোটারদের কথা শোনার পর তিনি নির্বাচনে সেনা মোতায়েন দাবি ফের তুলে ধরেন।

এসময় বিএনপির জেলা কার্যালয়ে সামনে দলের মহাসচিব ফখরুল বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন। আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের ফলে অবশ্যই বিজয় হবে এবং আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

এছাড়াও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জেলা সভাপতি তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মুনির, সাবেক সাংসদ আবুল কালাম, গিয়াস উদ্দিন, ফতুল্লা বিএনপির সভাপতি শাহ।

প্রসঙ্গত- আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচনে মেয়র পদে বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভীসহ সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৭ জন লড়ছেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!