• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারী পুলিশ আত্মহত্যার ঘটনায় সহকর্মী আটক


সাভার প্রতিনিধি নভেম্বর ১০, ২০১৬, ১১:১৯ এএম
নারী পুলিশ আত্মহত্যার ঘটনায় সহকর্মী আটক

সাভারের আশুলিয়ায় নারী পুলিশ সদস্য সাবিনার আত্মহত্যার ঘটনায় তার এক সহকর্মী কনস্টেবল জাকির হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ নভেম্বর) রাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কনস্টেবল পদে আশুলিয়া থানায় কর্মরত ছিলেন। ঘটনার পর তিনি থানা থেকে পালিয়ে যান।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির বলেন, ‘পুলিশ সদস্য সাবিনা ইয়াসমিন আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে গেছেন। এতে কনস্টেবল জাকির হোসেনকে তিনি দায়ী করেছেন। আশুলিয়া থানায় যোগদানের পর জাকির হোসেনের সঙ্গে সাবিনা ইয়াসমিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । কিন্তু জাকির হোসেন বিবাহিত হওয়া সত্ত্বেও বিষয়টি সাবিনার কাছে গোপন করেন। কিছুদিন আগে বিষয়টি জানতে পারেন সাবিনা। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেন।’

এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। ওই মামলায় জাকিরকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার দুপুরে আশুলিয়া থানা সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে নারী কনস্টেবল সাবিনা ইয়াসমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!