• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নারী ব্যারাক ও ফাঁড়ি উদ্বোধন করলেন আইজিপি


মুন্সীগঞ্জ প্রতিনিধি মার্চ ২৯, ২০১৭, ০৯:০৭ পিএম
নারী ব্যারাক ও ফাঁড়ি উদ্বোধন করলেন আইজিপি

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ৬তলা বিশিষ্ট নারী ব্যারাক এবং সদর পুলিশ ফাঁড়ি ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করলেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি)  এ কে এম শহীদুল হক।

বুধবার (২৯ মার্চ) দুপুর দেড়টায় পুলিশ লাইন্স এবং শ্রীপল্লী এলাকায় এই ভবন দুটির ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন তিনি।

এ উপলক্ষে বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিংয়ের মহাসমাবেশের মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি।

মহাসমাবেশকে ঘিরে পুরো জেলা শহরকে ব্যানার, ফেস্টূন, আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। পুরো শহর জুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কমিউনিটি পুলিশিং মহাসমাবেশ এবং মাদক বিরোধী কনসার্টের আয়োজন করা হয়।  

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!