• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারীকে নগ্ন করে নির্যাতনের প্রতিবাদে মানব সমাবেশ


ঠাকুরগাঁও প্রতিনিধি মে ১৩, ২০১৭, ০১:৩৭ পিএম
নারীকে নগ্ন করে নির্যাতনের প্রতিবাদে মানব সমাবেশ

ঠাকুরগাঁও: জেলার খোঁচাবাড়ি এলাকায় ৩ সন্তানের জননী শিউলি বেগমকে নগ্ন করে নির্যাতনের প্রতিবাদে মানব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে এ ঘটনার নির্দেশদাতা ভূমিদস্যু ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলালসহ জড়িত দোষীদের শাস্তির দাবি জানান।

শনিবার (১৩ মে) বেলা ১২টায় ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এ মানব সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আইরিন পারভীন লুনা, সাধারণ সম্পাদক সূচরিতা দেবী, ঠাকুরগাঁও উদীচীর সভাপতি সেতারা বেগম, নির্যাতিত নারীর মেয়ে বৃষ্টিসহ ঠাকুরগাঁও শহরের মানবাধিকারকর্মীরা।

বক্তারা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলালসহ জড়িতদের দ্রুত বিচারের সম্মুখীন করে সুশাসন প্রতিষ্ঠার আহবান জানান এবং এরকম নোংরামির জন্য জড়িত ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, যুবলীগ নেতার কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তারা।

উল্লেখ্য, এ মানব সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার নেতারা ছাড়াও ঠাকুরগাঁওয়ের সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!