• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৫, ২০১৭, ০২:২২ পিএম
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস

ঢাকা: বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস পালন উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ করেছে ওশি ফাউন্ডেশন। 

শনিবার(২৫ নভেম্বর) নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস। বেলা ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে নারী শ্রমিকরা। এতে যোগ দেন নারী শ্রমিক নেতৃবৃন্দ, বেসরকারি উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সমাবেশে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেবার অ্যাট ইনফরমাল ইকোনমি (এলআইই) ন্যাশনাল কোঅর্ডিনেটর ফরিদা খানম, ওশি ফাউন্ডেশনের হোমবেইজড প্রজেক্ট ম্যানেজার আরিফা আস আলম, বেসরকারি সংস্থা কাপ এবং গ্রাসরুটস এর প্রতিনিধিরা। সমাবেশে উপস্থিত ছিলেন ওশি চেয়ারপারসন সাকি রিজওয়ানা।  

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!