• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নালিশ করতে ভারত গিয়েছিল বিএনপি: কাদের


নিজস্ব প্রতিবেদক জুন ১৩, ২০১৮, ০৯:২৪ পিএম
নালিশ করতে ভারত গিয়েছিল বিএনপি: কাদের

ঢাকা: বিএনপির প্রতিনিধিরা দেশীয় নির্বাচন ও রাজনীতি নিয়ে নালিশ করতে ভারতে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৩ জুন) রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে ঈদযাত্রা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘সম্প্রতি তিস্তা ও রোহিঙ্গা সঙ্কটসহ জাতীয় সমস্যা নিয়ে কথা বলার জন্য আমরা ভারত গিয়েছিলাম। এরপরই বিএনপি নির্বাচন ও রাজনীতি নিয়ে নালিশ করতে ভারত গিয়েছিল। তারা জাতীয় স্বার্থ নিয়ে কথা বলেছে এমন কোনো খবর আমরা পত্রিকায় দেখিনি। দলটি দেশে ও দেশের বাইরে সব জায়গায় শুধু নালিশ করে বেড়াচ্ছে।’

কাদের অভিযোগ করেন, ‘বিএনপি নালিশ করতে করতে দূতাবাসগুলোকে তটস্থ করে ফেলেছে। এটা কোনো রাজনৈতিক দলের পরিচয় হতে পারে না। তাছাড়া আমাদের দেশের রাজনীতিতে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ করার সুযোগ নেই।’

ভারত শুধুই আওয়ামী লীগের বন্ধু- বিএনপির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘ভারত যদি কেবল আমাদেরই বন্ধু হয়ে থাকে, তাহলে কেন আমরা ২০০১ সালের নির্বাচনে হেরেছি? কেন ২১ বছর ক্ষমতায় আসতে পারিনি?’

নির্বাচনে জোটগতভাবে প্রার্থী দেওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ঈদের পরে জোটগুলোর সঙ্গে বসে কে, কোথায় প্রার্থী দেবে তা ঠিক করা হবে। উইনেবল প্রার্থী ছাড়া আমরা কাউকে মনোনয়ন দেব না। আমাদের কৌশলগত কিছু বিষয় আছে। তাই এ বিষয়ে কোনো বিভ্রান্তি ছড়াবেন না।’

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) হচ্ছে দেশের সবচেয়ে ভালো হাসপাতাল।

এর চেয়ে ভালো চিকিৎসা আর কোথায় আছে? খালেদা জিয়া একটা বড় দলের চেয়ারপারসন। সাবেক প্রধানমন্ত্রী। যদি তিনি চিকিৎসা চান তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো সিএমএইচের বিষয়টা প্রত্যাখ্যান করা উচিত হবে না। আর যদি রাজনীতি করেন তাহলে ভিন্ন কথা।’

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!