• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাশকতা মামলায় জামায়াত নেতা কারাগারে


নীলফামারী প্রতিনিধি জুলাই ১৬, ২০১৭, ১০:১৫ পিএম
নাশকতা মামলায় জামায়াত নেতা কারাগারে

প্রতীকী ছবি

নীলফামারী: জেলার ডোমার উপজেলায় ভোট কেন্দ্রে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরণ মামলায় এজাহারভুক্ত আসামি উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আসাদুজ্জামান (৩৭) ওরফে লাদেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

রোববার (১৬ জুলাই) দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

লাদেন উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি বড়গাছা (পাটোয়ারী পাড়া) গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে এবং বড়গাছা দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী।

এর আগে শনিবার (১৫ জুলাই) দিনগত রাতে উপজেলার সোনারায় ইউনিয়নের বড়গাছা গ্রামের হাজির বাজার থেকে আটক করা হয়।

ডোমার থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ২০১৪ সালে ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জেলার ডোমার উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ব্যালট বাক্স ছিনতাই ও বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ওই জামায়াত নেতাকে একমাত্র নামীয় আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।

এসব মামলায় জামিনে থাকার পরও এলাকায় নাশকতা সৃষ্টির অভিযোগে শনিবার (১৫ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!