• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাসির-এনামুল-হাসান থাকছেন না?


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২৭, ২০১৮, ১১:২৫ এএম
নাসির-এনামুল-হাসান থাকছেন না?

ঢাকা : শ্রীলঙ্কার বিপক্ষে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারতে পারে বাংলাদেশ দল। অনেকে ভাবছেন, ইমরুল কায়েসকেই তামিম ইকবালের সঙ্গী বানানো হবে। আদতে সেটি নাও হতে পারে। তামিমের সঙ্গী হতে পারেন মোহাম্মদ মিঠুন। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

তিন বছর পর জাতীয় দলে ফেরা এনামুল হকের বাদ পড়াটা তাই নিশ্চিত। বাদ পড়তে যাচ্ছেন অলরাউন্ডার নাসির হোসেনও। তিন ম্যাচে এই অলরাউন্ডারের ব্যাট থেকে এসেছে ০,১ ও ৩। বল হাতেও খুব একটা সুবিধা করতে পারেননি। নাসিরের বিকল্প হিসেবে খেলানো হতে পারে মেহেদি হাসান মিরাজকে। সাকিবের সঙ্গে জুটি বেধে বোলিংয়ের পাশাপাশি শেষের দিকে ব্যাট হাতেও কার্যকর ভুমিকা রাখতে পারেন তিনি।

দীর্ঘদিন পর ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন টেস্ট অভিষেকে দশ নম্বরে নেমে সেঞ্চুরি করা আবুল হাসান। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে কিছুই করতে পারেননি। দূর্ভাগ্য হাসানের, এক ম্যাচ খেলেই তাঁকে সাইডবেঞ্চে বসে থাকতে হচ্ছে। তাঁর জায়গায় সুযোগ পেতে চলেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!