• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাসিরদের কাছে পাত্তাই পেল না সাকিবরা


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৪, ২০১৭, ০৫:১৭ পিএম
নাসিরদের কাছে পাত্তাই পেল না সাকিবরা

ঢাকা: সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটসকে উড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে শুভ সূচনা করল নাসিরের সিলেট সিক্সার্স। বর্তমান চ্যাম্পিয়নদের এদিন পাত্তাই দেয়নি নতুন নামে খেলতে আসা সিলেটের দলটি। ঢাকার দেয়া ১৩৭ রানের চ্যালেঞ্জ মোকাবেলা করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় নাসির-সাব্বিররা।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঢাকা ডায়নামাইটসের বোলারদের ওপর চড়াও হন সিলেট সিক্সার্সের দুই ওপেনার উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচার। ১২৫ রানের ওপেনিং জুটি গড়ে দলকে একেবারে জয়ের নাগালে নিয়ে যান তারা। দুুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। জয় থেকে মাত্র ১২ রান দুরে থাকতে বিদায় নেন ফ্লেচার। আদিল রশিদের বলে লুইসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেয়ার আগে ৫১ বলে ৫টি চার আর ৩ ছক্কায় ৬৩ রান করেন এই ক্যারিবীয়ান। ঢাকার সাফল্য এটুকুই।

ম্যাচের ১৯ বল বাকি থাকতেই ৯ উইকেটের দুর্দান্ত এক জয় তুলে নিয়ে শুভ সূচনা করেছে সিলেট সিক্সার্স। ৬৯ রান করে অপরাজিত থাকেন ওপেনার উপুল থারাঙ্গা। অপর প্রান্তে অপরাজিত সাব্বির রহমানের রান ২।

আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস। দলটির পক্ষ্যে সর্বোচ্চ ৩২ রান করেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমারা সাঙ্গাকারা। এছাড়া এভিন লুইস ২৬, সাকিব ২৩ ও ক্যামেরন ডেলপোর্ট ২০ রান করেছেন।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টস ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন। সিদ্ধান্তের প্রমান দিয়ে শুরুতেই সিলেটের মুখে হাসি ফুটেয়েছেন নাসির। প্রথম ওভারেই তুলে নিয়েছেন মেহেদী মারুফের উইকেট। ডিপ কাভারে ক্যাচ নিয়েছেন হুইটলি। অপর ওপেনার এভিন লুইসকেও সাঝঘরে পাঠিয়েছেন নাসির।

লুইসের বিদায়ের পর দ্রুত বিদায় নেন সাঙ্গাকারাও। প্ল্যাঙ্কেটের বলে আবুল হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটসম্যান। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৩২ রান। এরপর মাত্র ৬ রান করে রানআউটের শিকার হয়ে বিদায় নেন মোসাদ্দেক হোসেন। সুবিধা করেতে পারেননি কাইরন পোলার্ডও। মাত্র ১১ রান করে আবুল হাসানের বলে নাসির হোসেনের তালুবন্দি হয়ে সাঝঘরে ফেরেন তিনি।

শেষ পর্যন্ত ক্যামেরন ডেলপোর্টের ১৩ বলে ২০ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করতে সমর্থ হয়েছে ঢাকা ডায়নামাইটস। সিলেটের বোলারদের মধ্যে অধিনায়ক নাসির হোসেন, আবুল হাসান ও লিয়াম প্লাঙ্কেট ২টি করে উইকেট নিয়েছেন।

সিলেট সিক্সারস: উপুল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, রস হুইটলি, সাব্বির রহমান, নাসির হোসেন অধিনায়ক, শুভাগত হোম, নুরুল হাসান উইকেটরক্ষক, তাইজুল ইসলাম, আবুল হাসান, লিয়াম প্লাঙ্কেট, ক্রিসমার সান্টোকি।

ঢাকা ডায়নামাইটস: কুমার সাঙ্গাকারা উইকেটরক্ষক, এভিন লুইস, সাকিব আল হাসান অধিনায়ক, ক্যামেরন ডেলপোর্ট, কাইরন পোলার্ড, মোসাদ্দেক হোসেন, মেহেদী মারুফ, মোহাম্মদ শহীদ, আবু হায়দার, সাকলাইন সজীব, আদিল রশিদ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!