• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফেব্রুয়ারি ২১, ২০১৭, ০৬:৩৫ পিএম
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ইছাপুরা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার নাসিরনগর উপজেলার ইছাপুর গ্রামের প্রয়াত ইদ্রিস মেম্বারের গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে সম্প্রতি বিরোধ চরম আকার ধারণ করে। বিরোধ মেটাতে গ্রামের মাতাব্বর মঙ্গলবার দুপুরে নিজেদের মধ্যে আলোচনায় বসেন।

আলোচনার এক পর্যায়ে আলীর লোকজনের সঙ্গে আক্কাছ আলীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে সাদ্দাম, সোহেল, মঞ্জু মিয়া, শরীফ মিয়া. নুরুল ইসলাম, সাইফুল ইসলাম, এনায়েত মিয়াকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর জানান, পাওনা টাকা নিয়ে বিরোধে গ্রামের দু’টি পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!