• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাসিরনগরে হামলা: ইউপি সচিব ও সহকারী আটক


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানুয়ারি ২, ২০১৭, ০৫:৫৮ পিএম
নাসিরনগরে হামলা: ইউপি সচিব ও সহকারী আটক

ব্রাহ্মণবাড়িয়া: জেলার নাসিরনগরে হিন্দুপল্লীতে চালানো হামলার ঘটনায় ‘সন্দেহভাজন জড়িত’ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখিঁর অবস্থান নির্নয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার ব্যক্তিগত সহকারী উত্তম কুমার দাস (২৫) ও হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব মনোরঞ্জন দেবনাথকে (৪০) আটক করেছে পুলিশ।

রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় তাদেরকে আটক করা হলেও সোমবার (২ জানুয়ারি)  সকালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত হরা হয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, রোববার সন্ধ্যায় হরিপুর গ্রাম থেকে হরিপুর ইউনিয়ন পরিষদ সচিব মনোরঞ্জন দেবনাথ ও ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের আনন্দবাজার থেকে উত্তম কুমার দাসকে জিজ্ঞাসবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নাসিরনগর হামলায় ‘সন্দেহভাজন জড়িত’ হরিপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখিঁর সঙ্গে মনোরঞ্জন ও উত্তমের যোগাযোগ রয়েছে। নাসিরনগরে হিন্দুপল্লীতে চালানো হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখিঁর জড়িত থাকার প্রমান পায় পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে আঁখি। আখিঁর অবস্থান সম্পর্কে জানতেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!