• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নায়ক সাত্তার আর নেই


বিনোদন প্রতিবেদক আগস্ট ১৯, ২০১৮, ০২:৫৮ পিএম
নায়ক সাত্তার আর নেই

অভিনেতা আব্দুস সাত্তার

ঢাকা: ‘সাতভাই চম্পা’ খ্যাত অভিনেতা আব্দুস সাত্তার আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান সোনালীনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুস সাত্তার গত রাত ২ টায় মারা গেছেন। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আব্দুস সাত্তার অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। একই সাথে বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

জায়েদ খান বলেন, ভালো একজন অভিনয়শিল্পীকে হারালাম আমরা। তার নামাজে জানাজা আজ দুপুর ২টায় এফডিসিতে অনুষ্ঠিত হবে।

ইবনে মিজানের ‘আমির সওদাগর ভেলুয়া সুন্দরী’ ছবির মধ্য দিয়ে সিনেমায় ক্যারিয়ার শুরু করেন আব্দুস সাত্তার। ১৯৮৪ সালে আলমগীর পিকচার্স এর ব্যানারে তিনি ‘রঙিন রূপবাণ’ ছবিতে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে তিনি অভিনয় করেন মধুমালা মদন কুমার, সাত ভাই চম্পা সহ আরো অনেক ছবিতে। তিনি শিল্পী সমিতির আজীবন সদস্য ছিলেন।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!