• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

‘নায়করাজ ছিলেন শিল্পী সমিতির প্রথম সভাপতি’


বিনোদন প্রতিবেদক   জানুয়ারি ২৩, ২০১৮, ০৩:৩১ পিএম
‘নায়করাজ ছিলেন শিল্পী সমিতির প্রথম সভাপতি’

বনানী বুদ্ধিজীবী কবরস্থানে নায়করাজের সমাধিতে ফুলেল শ্রদ্ধা

ঢাকা: ‘নায়করাজ ছিলেন শিল্পী সমিতির প্রথম সভাপতি। তার নেতৃত্ব ইন্ডাস্ট্রি আলোর পথ দেখেছে। নায়করাজের নামে একটি শুটিং ফ্লোরের নামকরণের জন্য এফডিসির এমডির কাছে লিখিত দাবি জানাবে চলচ্চিত্র শিল্পী সমিতি। আশা করছি সবাইকে পাশে পাবো।’

মঙ্গলবার (২৩ জানুয়ারি) নায়করাজের জন্মদিন উপলক্ষে শিল্পী সমিতির পক্ষ থেকে সকালে রাজধানীর বনানী বুদ্ধিজীবী কবরস্থানে নায়করাজের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানাতে গিয়ে একথা বলেন সমিতির সাধারণ সম্পাদক ও নায়ক জায়েদ খান।

এসময় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সমিতির সভাপতি মিশা সওদাগর, সহসভাপতি রিয়াজ ও সাধারণ সম্পাদক জায়েদ খান। শ্রদ্ধা নিবেদন শেষে তারা দোয়ায় অংশ নেন।

এছাড়া  নায়করাজের  জন্মদিনে সমিতির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত, মিলাদ ও এফডিসিতে তার প্রতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোসহ  দিনব্যাপি বহুমুখী আয়োজন ছিল।


সোনালীনিউজ/বিএইচ
 

Wordbridge School
Link copied!