• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নায়করাজের নামে রাস্তার দাবি ‘নেতা’ শাকিবের


এন ডি আকাশ অক্টোবর ১৭, ২০১৭, ০১:০৬ পিএম
নায়করাজের নামে রাস্তার দাবি  ‘নেতা’ শাকিবের

ঢাকা: নায়ক রাজ রাজ্জাকের নামে রাস্তার নামকরণ করার দাবি তুলেছে শাকিবের হাতে গড়া সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’। এফডিসির সামনের যে রাস্তাটি রয়েছে সেটি নায়করাজ রাজ্জাকের নামে করার দাবি জানিয়েছে সংগঠনটি। জানা গেছে, শাকিব খান শুটিংয়ে ভারতে থাকলেও তার অনুরোধে রাস্তার দাবি তোলেন সংগঠনের অন্যান্য নেতারা।

সোমবার (১৬ আক্টোবর) এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেনের সঙ্গে মতবিনিময় করার সময় ফোরামের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। এ সময় ফোরামের সভাপতি ও প্রযোজক নাসিরউদ্দিন দিলুর নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্নধার আব্দুল আজিজ, অভিনেতা নাদের খান, চিত্রপরিচালক গাজী মাহবুব প্রমুখ। 

শাকিব খান ও নায়ক রাজ্জাক

ফোরামের সভাপতি দিলু বলেন, ‘আমরা এফডিসির এমডি সাহেবের সঙ্গে মতবিনিময় করেছি। আমাদের চলচ্চিত্রে প্রয়োজনে কিছু দাবি পেশ করেছি। আশা করি, তিনি আমাদের সময় উপযোগী দাবিগুলো বাস্তবায়ন করবেন।’ 

দাবি সম্পর্কে দিলু বলেন, ‘আমাদের প্রথম দাবি এফডিসির সামনে যে রাস্তাটি আছে, তা নায়করাজ রাজ্জাকের নামে করতে হবে। কারণ বাংলাদেশের চলচ্চিত্রে নায়করাজ আজীবন কাজ করে গেছেন। একজন শিল্পী হিসেবে তিনি যে ভূমিকা রেখেছেন, তা অতুলনীয়। এমন একজন অভিনেতাকে সম্মান জানালে বর্তমানের শিল্পীরা উৎসাহ পাবেন।’ 

দিলু আরো বলেন, ‘চলচ্চিত্র নির্মাণ করতে হবে বিশ্বমানের। এখন আমাদের এফডিসিতে যে ব্যবস্থা আছে তাকে কতটা মানসম্পন্ন ছবি বানানো সম্ভব? আমরা এমডি সাহেবের কাছে দাবি করেছি, যেন বর্তমান সময়ের উপযোগী টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয়। ক্যামেরাসহ বিভিন্ন কারিগরি দিক দিয়ে আমরা পিছিয়ে আছি।’

এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন চলচ্চিত্র ফোরাম 

নতুন ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলাপকালে ফোরামের নেতারা সারা দেশে সরকারি উদ্যোগে ডিজিটাল সিনেমা হল নির্মাণ ও উন্নত প্রযুক্তি নিয়েও কথা বলেন।

দিলু বলেন, ‘সিনেমা হল ডিজিটাল করার কাজটি সরকারে হাতে নিতে হবে। কারণ একটি ছবি বানানোর পর আমাদের সিনেমা হলে মুক্তি দিতে হয়, কিন্তু বাংলাদেশে দিনে দিনে সিনেমা হলে সংখ্যা কমে যাচ্ছে। এখনই যদি সরকার এই উদ্যোগ না নেয়, তা হলে আমাদের চলচ্চিত্র চালাব কোথায়?

এমডি সাহেব আমাদের আশ্বস্ত করেছেন, আমরা আশা রাখি চলচ্চিত্রকে গতিময় করতে এসব উদ্যোগ নিয়ে নতুন এমডি আমাদের চলচ্চিত্রের হয়ে কাজ করবেন।’

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!