• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নায়করাজের মৃত্যু: তিন দিনের শুটিং বাতিল


বিনোদন প্রতিবেদক আগস্ট ২২, ২০১৭, ০২:১৪ পিএম
নায়করাজের মৃত্যু: তিন দিনের শুটিং বাতিল

ঢাকা: নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে তিন দিনের শুটিং বাতিল করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি। মৃত্যুসংবাদ পাওয়ার পরই এ কর্মবিরতি ঘোষণা করে সংগঠনটি।

সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় বিএফডিসিতে সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় এ তারকার মৃত্যু চলচ্চিত্রের জন্য বিশাল ধাক্কা। তার সম্মানে আমরা তিন দিন শুটিং বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।  

এদিকে, নায়করাজের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের ফেসবুকে এ ঘোষণা দেয়া হয়েছে।

অন্যদিকে, রাজধানীর মধুমিতা হল একদিনের জন্য সিনেমা প্রদর্শন বন্ধ রাখারও ঘোষণা দিয়েছেন হলটির মালিক ইফতেখার উদ্দিন নওশাদ।

সোনালীনিউজ/জেডআরসি

Wordbridge School
Link copied!