• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিউ ইয়র্কে সন্দেহভাজন ‘বোমাবাজ’ গ্রেফতার


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ১৯, ২০১৬, ১১:১৪ পিএম
নিউ ইয়র্কে সন্দেহভাজন ‘বোমাবাজ’ গ্রেফতার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের বিস্ফোরণে মূল সন্দেহভাজন আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিককে গোলাগুলির পর গ্রেফতার করেছে দেশটির পুলিশ। আহমাদ খান রাহামিকে নামে ওই মার্কিন নাগরিককে সোমবার (১৯ সেপ্টেম্বর) নিউ জার্সি থেকে ধরা হয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। 

নিউ জার্সির এলিজাবেথ শহরের মেয়র ক্রিস বোলওয়েজের বরাত দিয়ে রয়টার্স জানায়, নিউ ইয়র্ক থেকে প্রায় ২০ মাইল দূরে লিনডেনে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে গোলাগুলির পর রাহামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। 

গোলাগুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

শনিবার (১৭ সেপ্টেম্বর) ম্যানহাটনের চেলসি এলাকায় বিস্ফোরণসহ নিউ ইয়র্ক ও নিউ জার্সির বেশ কয়েকটি বোমা হামলার ঘটনায় জড়িত থাকতে পারেন সন্দেহে ২৮ বছর বয়সী ওই যুবকের ছবি প্রকাশ করেছিল কর্তৃপক্ষ।

দুই তদন্ত কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স বলছে, নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বোমা হামলার পরিকল্পনায় আরও অনেকেই জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

শনিবারের (১৭ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের চেলসিতে প্রেসার কুকার বোমা বিস্ফোরণে অন্তত ২৯ জন আহত হয়েছে। 

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!