• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিউ মার্কেটের ভেতর গাড়ি পার্কিং নিষেধ


আদালত প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০১৮, ০১:১৫ পিএম
নিউ মার্কেটের ভেতর গাড়ি পার্কিং নিষেধ

ঢাকা: নিউ মার্কেটের ভেতর সব ধরনের গাড়ি পার্কিং না করতে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৫ জানুয়ারি) এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানী করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম আলতফ হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেছিলেন ইমতিয়াজ আহমেদ।

নিউ মার্কেটের ভেতরে গাড়ী প্রবেশে বাধা দিতে প্রসাশনের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারী করেছেন আদালত। ঢাকা সিটিকরপোরেশেনর প্রধান নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!