• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডের প্রথম বাঙালি বধূ নাহিন (ছবি)


নিউজ ডেস্ক জুন ৪, ২০১৭, ০৮:৪৫ পিএম
নিউজিল্যান্ডের প্রথম বাঙালি বধূ নাহিন (ছবি)

ভালোবাসাবাসি...

ঢাকা: নিউজিল্যান্ডের মাটিতে এই প্রথম কোনো নিউজিল্যান্ড যুবক বিয়ে করলেন বাঙালি ললনাকে। কনে বাংলাদেশের আর্টিস্ট নাহিন আকতার। বর নিউজিল্যান্ডের নাগরিক ড. বেনজামিন স্কট কিংসবিউরি।

শনিবার (৩ জুন) স্থানীয় সময় দুপুরে নিউজিল্যান্ডের ওয়াইমিয়া ওয়েস্ট নেলসনের সেন্ট পিটার এন্ড পল চার্চে নাহিন ও বেনজামিনের এ ব্যতিক্রমী বিয়ে অনুষ্ঠিত হয়। এই প্রথম নিউজিল্যান্ডবাসী দেখলো বাঙালি ঘরানার সাজে সজ্জিত তাদের প্রথম বাঙালি বধূকে। ছবি: বিডিফটো 

মধুর মুহূর্ত

 

চার্চে ব্যতিক্রমী বিয়ে

 

বিয়ের পর

 

শ্বশুর-শাশুড়ির সঙ্গে

 

পারিবারিক অ্যালবামে

 

শাশুড়িকে জড়িয়ে পোজ

 

উঠোনে ফটোসেশনে

 

এক ফ্রেমে গোটা পরিবার

 

গাড়িতে ওঠার আগে বিকেলের আলোয়

 

ফুলেল শুভেচ্ছা

 

আরো ফুল

 

তোমারে পেলাম...

 

শাশুড়ির সান্নিধ্য

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!