• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিখোঁজ বিজিবি সদস্যকে উদ্ধারে যৌথ তল্লাশি


লালমনিরহাট প্রতিনিধি জুন ২৭, ২০১৭, ০৩:২২ পিএম
নিখোঁজ বিজিবি সদস্যকে উদ্ধারে যৌথ তল্লাশি

লালমনিরহাট: জেলার দহগ্রাম সীমান্তে ভারতীয় গরু পাচার প্রতিরোধ করতে গিয়ে তিস্তা নদীতে নিখোঁজ বিজিবি সদস্য ল্যান্স নায়েক সুমন হাওলাদারকে উদ্ধারে বিজিবি ও বিএসএফয়ের সদস্যরা যৌথভাবে তল্লাশি করছে।

এদিকে উদ্ধার অভিযানে যোগ দিতে ঢাকা থেকে তিস্তায় হেলিকপ্টার পাঠানো হয়েছে। অন্যদিকে রংপুর ও লালমনিরহাট ফায়ার সার্ভিসের আট সদস্যের ডুবুরী দল উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।

নিখোঁজ ল্যান্স নায়েক সুমন হাওলাদার (বডি নম্বর-৭৬২৪১) লালমনিরহাট- ১৫ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পে কর্মরত। তার বাড়ি হবিগঞ্জ জেলায়।

বিজিবি সূত্র জানায়, সোমবার দিবাগত মধ্য রাতে দহগ্রাম সীমান্তে তিস্তা নদী দিয়ে ভারতীয় গরু পাচারকারীরা গরু পাচার করছিল। এমন তথ্য জানতে পেরে দহগ্রাম বিজিবি ক্যাম্প থেকে বিওপি’র চার সদস্যের একটি টহল দল মুন্সিপাড়া সীমান্ত এলাকার তিস্তা নদীর পাড়ে যায়। এসময় নদীপথে গরুসহ পাচারকারীদের ধরতে গিয়ে ল্যান্স নায়েক সুমন নদীতে নিখোঁজ হন। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!