• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘নিবন্ধন বাতিলের ভয়ে ফাঁদে পা দেবে না বিএনপি’


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩, ২০১৭, ০৬:১১ পিএম
‘নিবন্ধন বাতিলের ভয়ে ফাঁদে পা দেবে না বিএনপি’

ঢাকা: নির্বাচন কমিশনের ‘নিবন্ধন বাতিলের ভয়ে’ বিএনপি ‘প্রহসনের নির্বাচনের ফাঁদে’ পা দেবে না বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, বিএনপিকে আগামী নির্বাচনে আসতে হবে নতুবা নিবন্ধন বাতিল হবে- এই ভয় দেখিয়ে লাভ হবে না।

শুক্রবার (৩ মার্চ) এক আলোচনা সভায় বিএনপির এ ভাইস চেয়ারম্যান এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাদের (বর্তমান সরকার) প্রহসনমূলক নির্বাচনের ফাঁদে বিএনপি পা দেবে না। যে কেনো মূল‌্যে তা প্রতিহত করা হবে।

খন্দকার মাহবুব বলেন, নির্বাচনকালীন সরকার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে থাকলে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে, একটি সর্বদলীয় সরকার হবে, যে নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!