• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘নিরপেক্ষ নির্বাচন আয়োজনই মূল উদ্দেশ্য’


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৭, ২০১৭, ০২:১৮ পিএম
‘নিরপেক্ষ নির্বাচন আয়োজনই মূল উদ্দেশ্য’

নিরপেক্ষভাবে, সাংবিধানিক পদ্ধতিতে, আইন মোতাবেক নির্বাচনের আয়োজন করাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশন কে এম নুরুল হুদা।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নুরুল হুদা বলেন, সব দল অংশ নিলে সুষ্ঠু নির্বাচনের পথ সহজ হবে। আর সব দলকে নির্বাচনে আনাই বড় চ্যালেঞ্জ। এজন্য সব কমিশনারদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, স্টেকহোল্ডারদের বিশেষ করে রাজনীতিকরা, সুশীল সমাজ সহযোগিতা না করলে দায়িত্ব পালন করা সম্ভব না। কর্ম জীবনের মতোই নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা আসলেও পিছপা হবেন না বলেও জানান তিনি।

এর আগে সোমবার রাতে সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অন্য চার নির্বাচন কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!