• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করা হবে


নিজস্ব প্রতিবেদক জুন ১৫, ২০১৬, ০৮:৩৫ পিএম
নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করা হবে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, অস্ত্র ও সংঘাত নয় শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করা হবে।

বুধবার (১৫ জুন) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাব মিলনায়তনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) অংশের ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ইফতারে অংশ নিয়ে খালেদা জিয়া বলেন, এই কর্মসূচির মধ্য দিয়ে অচিরেই দেখা যাবে জনগণ কীভাবে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিতাড়িত করে।

ইফতারে ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা ও বিএনপির শীর্ষ নেতারা যোগ দেন। মূল মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিআই এম ফজলে রাব্বি চৌধুরী, মহাসচিব মোস্তাফা জামাল হায়দার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তজা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানীর সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম, খেলাফত মজলিসের নায়েবে আমির মজিবুর রহমান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ।  এ ছাড়া ইফতার মাহফিলে অংশ নেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজ উল্লাহ প্রমুখ।

বিএনপি নেতাদের মধ্যে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আহমদ আজম খান, সাবেক ছাত্রনেতা আতাউর রহমান ঢালী, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ।

২০ দলীয় জোটে নেতাদের মধ্যে আরও যারা অংশ নেন জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মশিউল আলম ভূইয়া, শামীম বিন সাঈদী, জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিম, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তাফা ভুইয়া, এনপিপির মহাসচিব মোস্কাফিজুর রহমান মোস্তফা, ইসলামিক পার্টির মহাসচিব মো. আবুল কাশেম, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মন্জুর হোসেন ঈসা প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!