• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিরাপত্তার দাবিতে চিকিৎসকদের মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক, রংপুর ফেব্রুয়ারি ১১, ২০১৭, ০৬:৪৬ পিএম
নিরাপত্তার দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

রংপুর: সারাদেশে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ বিচার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটায় রংপুর মেডিকেল মোড় এলাকায় বিক্ষুব্ধ সচেতন চিকিৎসক সমাজের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন- রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুন-নবী-লাইজু, ডক্টরস্ কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. অমরেশ চন্দ্র সাহা, সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ মামুনুর রহমান, বিএমএ কেন্দ্রীয় সদস্য ডা. আব্দুল ওহাব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ রংপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সুজাউদ্দৌলা সুজা, ইর্ন্টান চিকিৎসক ডা. জেমি প্রমুখ।

এসময় বক্তারা সরকারের প্রতি চিকিৎসকদের উপর হামলাকারীদের বিচার ও হাসপাতালগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

ঘন্টাব্যাপী এ কর্মসূচীতে রংপুরের সরকারী ও বেসরকারী হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশ গ্রহন করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!