• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিরাপত্তায় সন্তুষ্ট শ্রিংলা


নিজস্ব প্রতিবেদক জুন ১৯, ২০১৬, ০৩:৩৯ পিএম
নিরাপত্তায় সন্তুষ্ট শ্রিংলা

রামকৃষ্ণ মিশনের নিরাপত্তায় সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেছেন, সম্প্রতি রামকৃষ্ণ মিশনে ধর্মগুরুকে হত্যার হুমকি দেওয়ার পরপরই সরকার যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে তাতে আমরা সন্তুষ্ট এবং কৃতজ্ঞ।

রোববার (১৯ জুন) দুপুরে রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মিশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার। এসময় তার সঙ্গে ছিলেন হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রামকৃষ্ণ মিশনের শীর্ষ ধর্মগুরুরা।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ চাইলে সহযোগিতা করতে প্রস্তুত ভারত।

রামকৃষ্ণ মিশনের নিরাপত্তায় সরকারের পদক্ষেপ দেখে তিনি বলেন, এখানকার কর্তৃপক্ষ কেবল ঢাকায় রামকৃষ্ণ মিশন নয়, বাংলাদেশের ৪০টি মিশনেও নিরাপত্তা দিতে সক্ষম। এ বিষয়ে আমরা বাংলাদেশের প্রতি আস্থা রাখি।

শ্রিংলা জানান, হুমকির পর থেকে বাংলাদেশ সরকার ও মিশন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ভারতীয় হাইকমিশন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!