• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্ধারিত সময়েই ছাড়ছে ট্রেন: রেলমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জুন ২৩, ২০১৭, ০৭:১৮ পিএম
নির্ধারিত সময়েই ছাড়ছে ট্রেন: রেলমন্ত্রী

ঢাকা: নির্ধারিত সময়ের মধ্যেই কমলাপুর থেকে ট্রেনের যাত্রীরা তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন বলে দাবি করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন,  ট্রেনের সময় সূচির কোনো পরিবর্তন হচ্ছে না। নিরাপদে যাত্রীরা বাড়ি ফিরছেন।

শুক্রবার (২৩ জুন) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিক এসব কথা বলেন রেলমন্ত্রী।

তিনি বলেন, রেল কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করায় নির্ধারিত সিডিউল অনুযায়ী গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা।

ট্রেনের ছাদে ভ্রমণ করা দণ্ডনীয় অপরাধ উল্ল্যেখ করে মন্ত্রী বলেন, আইনশৃংখলা বাহিনীর সদস্যদের অনুরোধ করে বলেছি কাউকে ছাদে উঠতে দেবেন না।

শুক্রবার সকালে মালিবাগ এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে একজন মারা গেছে?  এখানে কর্তৃপক্ষের কোনো  গাফিলতি ছিলো কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান মন্ত্রী।

এর আগে দুপুর পৌনে ৩টায় স্টেশনে অপেক্ষমাণ সুবর্ণ এক্সপ্রেসের একটি বগিতে ওঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী।

চট্টগ্রামের উদ্দেশ্যে সুবর্ণ এক্সপ্রেস বিকেল    ৩টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও মন্ত্রীর বগি পরিদর্শনের কারণে তা নয় মিনিট দেরিতে ছাড়ে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!