• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নির্বাক কামরুলের কবিতা


সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক জুন ১০, ২০১৬, ০৪:৩৩ পিএম
নির্বাক কামরুলের কবিতা

একদিন এ শহরে


ধরো,
এই শহরে তোমাকে, আমাকে কেউ চেনে না,
আমাদের পরিচিত নয় দেড় কোটি মানুষের কোন একজন।

আমরা হাতে হাত রেখে হেঁটে যাই
মায়াহীন এ নগরীর ধুলিময় কোলাহলে- ফুটপাথে, গলিতে গলিতে
চায়ের উষ্ণ ধোঁয়ায় দুঃখ উড়াই,
খুন সুটি করি
জমে যাই টিএসসির প্রাণবন্ত আড্ডায়

ভাবো,
প্রতিটি যুগল তরুণ তরুণীর হাতে, চোখে, গ্রী
বায়, ওষ্ঠে
আঁচড়ে পড়ছে আমাদের স্ফূর্তিও উচ্ছ্বাসের ঢেউ
দূরের উড়ন্ত চিল আর বিকেলের সোনালি ঘাস মিলে যায় আমাদের প্রগাঢ় নিঃশ্বাসে।

তারপর আলো মরে গেলে আমরা অন্ধকারে ডুব দিবো,
সাঁতরে পৌঁছে যাবো অনাদি ইতিহাসের ঘাটেঘাটে-

ইজিয়ান সাগরের কুলে বসে
নবো পলীয় যুগের বাতাস টেনে
নীল জলে দুইজোড়া চোখ খুঁজে বেড়াবে
ক্রিট কিংবাশ্বেত মিনোয়ার দ্বীপ।

দেখো,
সমিল হাতে আমরাও লিখবো
রজেটা পাথরের হস্যময় লিপি,
বোসার্দ কিংবা শ্যাম্পে লিয়ঁ কেউ তার অর্থ খুঁজবেনা,
বুঝবেনা।

তোমার কনে আঙুল রবে আমার পূর্ণ অধিকারে
আমরা ভাসবো,
উড়বো ধীরে ধীরে
লক্ষ বর্ষ মহাশূন্যের পথে
ঠাই যদি নাই হয় কালকেতু-ফুল্লরার দেশে!

বৃষ্টি এলো, না এলো- তাতে কী!
ঢাকার হুড খোলা চাররঙা রিকশায় আমরা চড়ে যাবো অনন্তকাল
ভাইয়া কিংবা আপুর ভয়ে কেউ আর আড়ষ্ট হয়ে থাকবোনা।

ভাবো,
কেউ এখানে আমাদের চেনা নেই,
আমাকে-তোমাকেও চেনে না কেউ।

বলো, সখী, তাতেও কি কাটবেনা
গোপন লজ্জা তোমার?


হিসেব


আমাকে নিঃশেষ করো ক্ষণেক্ষণে
আমাকে ধ্বংস করো হরপ্পার মতো
আমাকে বাবরির মতো কোপাতে থাকো
আমার মস্তিষ্কে আঘাত করো চার্বাকের ছুরিতে,

সমুদ্র, আমাকে পূর্ণ প্লাবিত করো
দেশহীন নদীর চক্রে হারিয়ে যাই,
এঁদো ডোবার কানাচে করি কান্না,
মৃত্যু চাই তবু
জীবনকে ভালবেসে যাই।

প্রেয়সীর বুকের ওম মেখে ঘুম আর নয়,
তিলোত্তমায় পবিত্র চুম্বনও থাক,
মহাকালের নিকট আমার
পাওনা বুঝিয়ে দাও।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!